চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বালিকান্দি মিয়াজী বাড়ী (বাবুরপাড়া) ব্রিজ হইতে উপাধি কমিউনিটি ক্লিনিক পর্যন্ত রাস্তাটি দিন দিন খালে বিলিন হয়ে যাচ্ছে।
বিশেষ করে পৌরএলাকার জমজম খালের পানির অতি স্রোতের কারণে রাস্তাটি ভেঙ্গে খালের সাথে বিলিন হয়ে যাচ্ছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন বাবুর পাড়া হাফেজিয়া মাদ্রাসা, বাবুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া বালিকা উচাচ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং কমিউনিটি ক্লিনিকের রোগীরা নিয়মিত চলাচল করে। অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। আগে এ রাস্তাটি দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করলেও বর্তমান যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এতে কমিউনিটি ক্লিনিকের রোগীদের কষ্ট করে হেটে যেতে হচ্ছে।
মতলব পৌরসভায় এ রাস্তা নির্মাণের ব্যাপারে কয়েকবার আবেদন করলেও পৌর কর্তৃপক্ষ কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেন নি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার এর সাথে আলাপ করলে তিনি জানান, আমার জানা মতে রাস্তাটির বিষয়ে ওই এলাকার জনগণ মাননীয় এমপি’র নিকট আবেদন করেছে। অচিরেই পরিমাপ ও স্টিমিট করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে।