চাঁদপুরের কচুয়ার ৮নং কাদলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় কর্মরত এমএলএসএস বোরহান উদ্দিন বাহারের হত্যাকারী আটক দেলোয়ার হোসেনের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে নির্মম হত্যাকান্ডের শিকার বোরহান উদ্দিন বাহারের নিজ গ্রামের বাড়ি কচুয়ার দোঘর গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- অধ্যক্ষ আব্দুল হাই, আওয়ামী লীগ নেতা ইউনুছ প্রধান, আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম সোহেল, নোমান খান, অ্যাড. আব্দুল হান্নান, আবুল কালাম, ইউপি সদস্য ভুলু বেগম, নিহত ইউপি সদস্যের ছেলে আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
উল্লেখ্য, ১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় কর্মরত এমএলএসএস কলোনীর বাসায় বোরহান উদ্দিন বাহারের রক্তাক্ত ও বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ। ২দিন পর ওই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ঢাকা থেকে তার এক বন্ধু দেলোয়ার হোসেনকে আটক করলে এ হত্যার সাথে দেলোয়ার জড়িত বলে স্বীকার করেন।