বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

ফরিদগঞ্জে বিএনপির ৪ মেয়র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪ প্রার্থী গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যলয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকালে বিএনপির ৪ প্রার্থীর পক্ষে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো.নূরে আলম চৌধুরী।

দলীয় মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির-সহ সভাপতি মাহাবুবর রহমান মফু, ফরিদগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি আমানত গাজী, পৌর বিএনপির সাবেক সভাপতি ও গত নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন-অর রশিদ ও ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মো.আব্দুল মতিন।

এ বিষয়ে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো.আব্দুল মতিন বলেন, আমি মেয়র পদে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। আজ বিকালে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে আমার পক্ষ থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমি ফরিদগঞ্জ পৌরবাসী সহ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ