চাঁদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার বিকেলে শহরের হাসান আলী স্কুল মাঠে বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে বেশ প্রাণবন্ত হয়ে উঠে।
চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলার ইউনিয়ন পর্যায় কমিটির নেতাদের নেতৃত্ব মুল অনুষ্ঠানে শোভা যাত্রা এসে যুক্ত হতে দেখা গেছে।
জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের দেশ ও জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান।
উল্লেখ্য, সমাবেশ শেষে প্রাক্তন ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে বিশাল একটি শোভাযাত্রা চাঁদপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়।