চাঁদপুরের কচুয়া পৌর ছাত্রলীগের উদ্যোগে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালি আলোচনা সভা ও কেক কেটে পালিত হয়েছে।
সোমবার সকালে কচুয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কেটে পালিত হয়। পৌর ছাত্রলীগের সভাপতি মো.তানভীর ইসলাম দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফেরন্স বক্তব্য রাখেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো.তরিকুল ইসলাম মুন্সি, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো.কামাল হোসেন অন্তর, সাধারন সম্পাদক মো.শাহ জালাল প্রধান জালাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব পাঞ্জল,সৈয়দ রবিউল ইসলাম রাসেল,ইঞ্জি.ইব্রাহিম খলিল বাদল,সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি গাজী কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়ন সহ-সভাপতি প্রিন্স মাহমুদ মানিক, যুগ্ন-আহবায়ক মো.সফিকুর রহমান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো.ইয়াছিন সম্রাট,কড়ইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো.সাইফুল ইসলাম রিয়াদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।