শিরোনাম
খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা বৃদ্ধি পেয়েছে: দীপু মনি বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী রোনালদোর পাওনা ১১৪ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ আদালতে হাজির হতে পরীমণিকে সমন জারি স্বাস্থ্যসেবায় দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে : রাষ্ট্রপতি সংবাদপত্র বন্ধ থাকবে ৯-১৪ এপ্রিল আবারও বাড়লো স্বর্ণের দাম ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের আজ পবিত্র শবে কদর চাঁদপুরে ৯০ কেজি জাটকা সহ গ্রেফতার ১
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

উইন্ডিজ দল দেখে বিস্মিত মুমিনুলের পা মাটিতে

স্পোর্টস ডেস্ক / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

করোনা মহামারীকালে খেলোয়াড়দের দেশের বাইরে সিরিজ না খেলার স্বাধীনতা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডাব্লিউআইসিবি)। কেউ সরে দাঁড়ালে তা ভবিষ্যতে তার খেলার পথে বাধা হবে না। সেই সুযোগটি বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ক্রিকেটাররা।

তাইতো আসছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে করোনা আতঙ্কে বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভো, শেল্ডন কট্রেল ও শাই হোপরা। পাশাপাশি পারিবারিক কারণে না আসার সিদ্ধান্ত নিয়েছেন আরও দুই-একজন। নতুন চেহারায় ক্যারিবিয়ানরা আসছেন বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের এমন দল দেখে হতাশ বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

নিয়মিত খেলোয়াড়দের ছাড়া ওয়েস্ট ইন্ডিজের এই দল দেখে বিস্ময় লুকাননি বাঁহাতি ব্যাটসম্যান। বুধবার রাইজিংবিডিকে মুমিনুল বলেন, ‘খানিকটা অবাক হয়েছি ওদের দলটা দেখে। প্রতিষ্ঠিত অনেক ক্রিকেটারই নেই। আমরা এতদিন পর খেলতে নামছি। স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল, ওরা ওদের সেরা দলটাই নিয়ে আসবে। শুধু আমি না, সবার একই প্রত্যাশা ছিল।’

চাইলেও মুমিনুল নিজের জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু বলতে পারেন না। পারেন না রাগ-ক্ষোভ কিংবা হতাশা ব্যক্ত করতে। তাতে ক্রিকেটীয় স্পিরিটে বাধা পড়ে। তবে প্রতিপক্ষ হিসেবে সফরকারী দলকে অবমূল্যায়ন কিংবা দুর্বল মনে করছেন না টেস্ট অধিনায়ক। তার সোজা কথা, ‘মাঠে নামলে তো আসলে কোন বোলারকে খেলছি, সেটা মাথায় থাকে না। আমার বোলাররা কোন ব্যাটসম্যানকে বল করছে, সেটাও বিবেচনা করে না। তারা খেলতে নামবে জাতীয় দলের জার্সিতে। আমরাও তাই। মনোভাব পাল্টাবে না।’

মুমিনুলের হাত ধরে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু করেছে। ভারতে দুটি এবং পাকিস্তানে একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। তিনটি ম্যাচেই তার দল অসহায় আত্মসম্পর্ণ করেছে। এবার ঘরের মাঠে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। প্রতিপক্ষ যে-ই হোক মুমিনুল পাক্কা ৬০ পয়েন্ট পকেটে পুরতে চান।

টেস্ট অধিনায়ক বলেছেন, ‘আমাদের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই অনেক গুরুত্বপূর্ণ। আমরা তিনটি ম্যাচ খেললেও এখও পয়েন্ট পাইনি। আমাদের কাছে ভালো সুযোগ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে পয়েন্ট সংগ্রহের। চেষ্টা অবশ্যই থাকবে দুইটি ম্যাচ জেতার। তাহলে পূর্ণ ৬০ পয়েন্ট পাওয়া যাবে।’

এজন্য খেলোয়াড়দের মানসিকভাবে শক্ত থাকার আহ্বান টেস্ট অধিনায়কের, ‘কেউ যদি প্রতিপক্ষকে হালকা করে নেয় তাহলে সে ভুল করবে। আমাদের সর্বোচ্চ সুযোগকে কাজে লাগাতে হবে। নিজেদের শক্তি দিয়ে খেলতে হবে। মাথায় থাকতে হবে আমরা দীর্ঘদিন পর মাঠে ফিরছি। সেজন্য নিজেদের কাজটাও ঠিকঠাক ভাবে করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ