চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারস্থ রূপালী ব্যাংক লিঃ এর ৫৮২তম শাখা উদ্বোধন করা হয়েছে ।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন এমপি আনুষ্ঠানিকভাবে জুম এপ্লিকেশনের মাধ্যমে উদ্বোধন করেন।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
এসময় তিনি বলেন, গ্রাহকদের সেবার মাধ্যমে প্রমান করতে হবে রূপালী ব্যাংক একটি সেবামূলক প্রতিষ্ঠান। গ্রাহকদের সঠিকভাবে সেবা দিলেই ব্যাংকের কার্যক্রম গতিশীল হয়ে উঠবে। মতলবে মাটি বানিজ্যিক ক্ষেত্রে উর্বর। রূপালী ব্যাংকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে মতলব দক্ষিণ উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন। এরপর তিনি ফিতা কেটে রূপালী ব্যাংক মতলব দক্ষিণ শাখার উদ্বোধন করেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, রূপালী ব্যাংকের ডিজিএম রূপকুমার রক্ষ্মী। চাঁদপুর নতুনবাজার কর্পোরেশনের শাখা সহকারী মহাব্যবস্থাপক নাজিমুদ্দিন। ভবন মালিক ও সমাজসেবক মোঃ মিজানুর রহমান খাঁন, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক বিউটি দাস, অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক জাকির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদকে ফুল দিয়ে বরণ করেন রূপালী ব্যাংক মতলব শাখার ব্যবস্থাপক মাহবুবুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।