চাঁদপুরের হাজীগঞ্জ পৌর নির্বাচনে বিএনপিতে ঐক্যের ফলে টানা তিনবার ধানের শীষ নিয়ে হাজীগঞ্জ পৌর নির্বাচন করবেন, পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আবদুল মান্নান খান বাচ্চু।
শনিবার (২৬ ডিসেম্বর) দিনভর ইঞ্জিনিয়ার মমিনুল হকের বাসভবনে আয়োজিত সাধারণ সভায় চার জনের নাম প্রস্তাবিত হয়।
চারজন হলেন, আলহাজ্জ মো. আবদুল মান্নান খান বাচ্চু, নাজমুল আলম চৌধুরী, হেলাল উদ্দিন মজুমদার ও সিরাজুল ইসলাম।
বক্তব্য রাখতে গিয়ে নাজমুল আলম চৌধুরী ও হেলাল উদ্দিন মজুমদার নির্বাচন করবেন না বলেও ঘোষণা দিয়েছেন।
এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চারজনের নাম পাঠাতে হবে বলে জানা গেছে। ২৭ ডিসেম্বর রোববার একক প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীকের জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জান আব্দুল মান্নান খান বাচ্চু।
আগামি ৩০ জানুয়ারি নৌকার প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আ. স. ম মাহবুব-উল আলম লিপনের সাথে লড়বেন সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু।