করোনার টিকা তৈরিতে শূকরের চর্বি ব্যবহার করা হলেও তা মুসলমানদের জন্য বৈধ হবে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল ।
কাউন্সিলের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বুধবার জানিয়েছে, টিকা তৈরির একটি সাধারণ উপাদান হলো শূকরের চর্বি বা জিলাটিন। মুসলমানদের জন্য শূকর সম্পূর্ণরূপে হারাম। তাই করোনার টিকায় শূকরের চর্বি ব্যবহারের বিষয়টি প্রকাশের পর মুসলিম দেশগুলোতে টিকা দান কর্মসূচি ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আমিরাতের ফতোয়া কাউন্সিলের চেয়ারম্যান শেইখ আব্দুল্লাহ বিন বায়াহ বলেছেন, মানবদেহ রক্ষার অতিপ্রয়োজনীয়তা বিবেচনায় করোনার টিকায় শূকরের দেহাংশ ব্যবহার ইসলামি নিষেধাজ্ঞার আওতায় পড়ে না।
কাউন্সিলের মতে, এ ক্ষেত্রে শূকরের জেলাটিন ওষুধ হিসেবে গ্রহণ করা হবে, খাদ্য হিসেবে নয়। অতিসংক্রামক এই ভাইরাস পুরো সমাজের জন্য ঝুঁকিপূর্ণ এবং এর বিরুদ্ধে একাধিক টিকা ইতোমধ্যে অনেক বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে।