চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ডিসেম্বর) সকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের উন্নয়ন কমিটির চেয়ারম্যান ও দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি মামুনুর রশিদ পাঠান, দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি, মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায়দিন উপজেলা প্রতিনিধি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি প্রবীর চক্রবর্তী, দৈনিক মানব জমিন উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শরীফ আহম্মেদ, মাই টিভি উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন বেলাল, দৈনিক নয়াদিগন্ত উপজেলা প্রতিনিধি শাকিল হাসান, দৈনিক দিনকাল ও সময়ের আলো চাঁদপুর কন্ঠের নিজস্ব প্রতিবেদক মানিক পাঠান, দৈনিক প্রতিদিনের সংবাদ জাকির হোসেন সাঈদ পাটওয়ারী,ডেইলি অবজারভার আতাউর রহমান সোহাগ, জয়যাত্রা টিভির উপজেলা প্রতিনিধি জাকির হোসেন সৈকত ,দৈনিক খোলা কাগজ উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম ফরহাদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি নারায়ণ রবি দাস, দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান সুজন, দৈনিক মানব কন্ঠ উপজেলা প্রতিনিধি আক্তার হোসেন, চাঁদপুর কন্ঠের উপজেলা প্রতিনিধি এমরান হোসেন লিটন, চাঁদপুর প্রবাহ উপজেলা প্রতিনিধি আলী হায়দার টিপু পাঠান,দৈনিক বর্তমান উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, দৈনিক সুদীপ্ত চাঁদপুর অফিস প্রধান লিটন কুমার দাস, সাস্পাহিক অপরাধ দমন উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক চাঁদপুর সময় উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন ফারুক মৃধা, দৈনিক সুদীপ্ত চাঁদপুর দৈনিক খোলা কাগজ উপজেলা প্রতিনিধি মাসুম তালুকদার, সিএনএন উপজেলা প্রতিনিধি মমিন, সুদীপ্ত চাঁদপুর উপজেলা প্রতিনিধি শিমুল হাসান, চাঁদপুর বার্তা উপজেলা প্রতিনিধি তাপস চক্রবর্তী, দৈনিক চাঁদপুর দর্পনের উপজেলা প্রতিনিধি টুটুল পাটওয়ারী , দৈনিক মেঘনা বার্তার উপজেলা প্রতিনিধি আব্দুল কাদির, দৈনিক আমাদের কন্ঠের উপজেলা প্রতিনিধি রুহুল আমিন স্বপন, দৈনিক বাংলাদেশের আলো উপজেলা প্রতিনিধি আবদুস সালাম, দৈনিক মতলবের আলো উপজেলা প্রতিনিধি মেহেদী, চাঁদপুর দিগন্তের উপজেলা প্রতিনিধি ইমাম হোসেন সৌরভ।
সভার শুরুতে প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাহিদুলইসলামের স্ত্রীর মৃত্যুতে সংগঠনের সকল সদস্য দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। পরে সংগঠনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা শেষে বাদ যোহর সংগঠনের সকল সদস্য রুপসায় সাংবাদিক জাহিদুল ইসলামের স্ত্রীর জানাজা নামাজে অংশ গ্রহন করেন।