শিরোনাম
Comprehending Psychic Readings: A Comprehensive Guide Opening the Mysteries of Online Free Tarot Readings অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৩০ কোটি ডলার আসিয়ান সদস্য পদ পেতে ইন্দোনেশিয়ার সমর্থন চান ড. ইউনূস আবারও ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শেষ মুহূর্তের প্রচারণায় ট্রাম্প-হ্যারিস, হাড্ডাহাড্ডি লড়াইর আভাস বিএনপির ৭ আইনজীবীকে অব্যাহতি, আবেদনকারীকে জরিমানা ট্রেনের টিকিট বিক্রিতে এলো নতুন নির্দেশনা চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত সব সিটিতে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক : স্থানীয় সরকার উপদেষ্টা ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড লক্ষাধিক শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আসছে নেইমার-এন্দ্রিককে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা! মধ্যপ্রাচ্যে নতুন সেনা ও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র বিসিএস কোটার সংখ্যায় পরিবর্তন আসতে পারে
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধারা কখনও মারা যায় না, তারা বেঁচে থাকে আমাদের হৃদয়ে : এসপি মাহবুবুর রহমান

চাঁদপুর প্রতিনিধি / ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান, পিপিএম (বার) বলেছেন, মুক্তিযুদ্ধারা কখনও মারা যায় না, তারা বেঁচে থাকে আমাদের হৃদয়ের প্রতিটি স্পন্দনে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) জেলা পুলিশের উদ্যেগে আয়োজিত ‘মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সম্মাননা-২০’ প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন ।

এসময় পুলিশ সুপার বলেন, মুক্তিযোদ্ধারা কখনো মারা যায়না, তারা মারা যাবেনা এবং ৭১’র বীর যোদ্ধারা কখনো নড়বড়ে হাটে না। আমরা হয়তো যথাযোগ্য প্রতিদান দিতে পারি না, আমাদের অনেক সিমাবদ্ধতা রয়েছে। তার প্রধান সিমাবদ্ধতা হচ্ছে আমাদের নৈতিক সিমাবদ্ধতা।

আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সে সিদ্ধান্তটা হচ্ছে, চাঁদপুর জেলার পক্ষ থেকে পুলিশ মুক্তিযোদ্ধাদের নাম গেজেটভুক্ত করণে প্রক্রিয়া সহজীকরণ সেল তৈরি করবো। আর এটা গঠন করতে পারলে আমি মনে করবো মুক্তিযোদ্ধাদের প্রতি সঠিক সম্মান দিতে পেরেছি।

তিনি আরো বলেন, তবে আমি সেই অফিসারকে এই সেলের প্রধান করবো, যার পরিবারের সদস্যে একজন মুক্তিযোদ্ধা রয়েছে। তা নাহলে ভিতরের সেই অনুভূতি কখনো কাজ করবে না। তার ভিতর থেকে যে অনুভূতি নিয়ে এই মুক্তিযোদ্ধাদের নাম গেজেটভুক্ত করণ যে অভিপ্রায় ব্যাক্ত করার দরকার সেটা কিন্তু হবেনা, নেভার এন্ড এভার। আগে দেখতে হবে আমার ওই পুলিশ অফিসারের পরিবারের কোন সদস্য মুক্তিযুদ্ধের সাথে সরাসরি জড়িত ছিল কিনা বা রয়েছিল কিনা। কারণ ব্যাথা সেই বুঝতে পারে যে সাপের কামড় খেয়েছে। যাকে কভু আসি বিষে দংশেনি সে কখনো সাপের কামড়ের ব্যথা বুঝবে না। যে অফিসারের পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধের বেদনা লুকিয়ে আছে সেই অফিসারকে নির্ধারণ করতে হবে এই কমিটিতে।

এসপি বলেন, আমি মনে করি মানসিক পরিবর্তন বা চেতনাটাকে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলেই আমাদের এই অনুষ্ঠান সফল হবে, অন্যথায় সফলতা আসবে না। আমি চেষ্টা করবো এই কাজটি করার জন্য। আমি যেন অন্তত্য পক্ষে একটা কমিটি করতে পারি। যারা এই কাগজটা পাওয়ার পরে শুধু আমি পাঠিয়ে দিলাম এ পর্যন্ত কাজ শেষ নট লাইক দ্যাট। সেটা পুলিশ হেডকোয়াটার থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রাণালয় যেয়ে তাদের যে কোয়েরিজ যে সমস্যা সেটা আমি আবার ইফেকটিভ করবো। যদি একটা মুক্তিযোদ্ধা পরিবারকেও আমি গেজেটভুক্ত করতে পারি মহান রাব্বুল আলামিন এর কাছে বলবো আমি ১৭ ডিসেম্বর’২০ইং যে অঙ্গিকার করেছিলাম তার একটার অঙ্গীকার আমি রাখতে পেরেছি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকারের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বকাউল (বীর মুক্তিযোদ্ধা)। সভায় মুক্তিযুদ্ধের বীরুত্বের কথা আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা (অব:) এসআই ইউসুফ আলী (সশস্ত্র), এসআই মোঃ আমির হোসেন (সশস্ত্র), এএস আই’ আব্দুল মান্নান (সশস্ত্র) ও পুলিশ সদস্য তোফাজ্জল।

এছাড়াও সভায় প্রয়াত ও অসুস্থ্য মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষে অনুভূতি প্রকাশ করেন, মৃত এএসআই মোহনবাশি দত্তের ছেলে অজিত দত্ত, এসআই রুহুল আমিন কন্যা রেবেকা সুলতানা, মৃত পুলিশ সদস্য সফিকুল ইসলামের স্ত্রী ও অবসর প্রাপ্ত পুলিশ সদস্য সেকান্দার আলীর ছেলে ফরহাদ আহমেদ।আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আঃ রহিমসহ জেলা পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।

অনুষ্ঠানে ৫৯ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় । সময় স্বল্পতার কারণে ‘মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের মধ্যে সন্মাননা-২০’ এর ক্রেস্ট প্রদান করা হয় অবসর প্রাপ্ত পুলিশ সুপার শাহ আলম তালুকদার সহ ২ জন মৃত পুলিশ মুক্তিযোদ্ধার পরিবার ও ২ জন জীবিত পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের হাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ