চাঁদপুরের মতলব দক্ষিণে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দীপ্তবাংলা পাদদেশে পুষ্পস্তবক অর্পন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, নিউ হোস্টেল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিবসটি পালন করা হয়।
দীপ্তবাংলা পাদদেশে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পন করেন, উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উদযাপন কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, উপজেলা পরিষদ, মতলব পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠন, মতলব সূর্যমূখী কঁচি-কাঁচা মেলাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।
পরে নিউ হোস্টেল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উদযাপন কমিটির আহবায়ক ফাহমিদা হক। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন, সাংবাদিকবৃন্দ ।