শিরোনাম
প্রধানমন্ত্রীর পক্ষে গোপালগঞ্জ ৩ আসনে মনোনয়নপত্র দাখিল দুবাইয়ে জলবায়ু সম্মেলন কপ-২৮ বৃহস্পতিবার থেকে শুরু গাজীপুরে বাসে আগুন স্বতন্ত্র প্রার্থী হলে সংসদ সদস্য পদ ছাড়তে হবে না : ইসি সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন নৌকার মনোনয়ন পেলেন যে ক্রীড়া ব্যক্তিত্বরা চাঁদপুর আ’লীগের নৌকা পেলেন যারা শাহরাস্তিতে মেজর রফিকের মনোনয়ন প্রাপ্তিতে প্রেসক্লাবের দোয়া পাকিস্তানের শপিং মলে আগুন, নিহত অন্তত ১১ ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলেই জেল: ইসি কমিশনার জনগণ সিন্ডিকেট করলে অন্য সিন্ডিকেট পাত্তা পাবে না: বাণিজ্যমন্ত্রী এনডিসি স্নাতকদের অর্জিত জ্ঞান দেশের সেবায় ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির ৯০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার ঢাকায় পুলিশ হত্যা মামলায় গাজীপুরে আটক ৪ ব্রাজিলের ঐতিহাসিক রেকর্ড ভাঙল আর্জেন্টিনা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১ পূর্বাহ্ন

সৌদি আরবে বঙ্গবন্ধু চত্বর ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু চত্বর ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. মো. জাবেদ পাটোয়ারি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কর্নার পরিকল্পনা ও বাস্তবায়নের প্রধান সহযোগী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সদস্য রফিকুল হায়দার ভূইয়া এবং দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা।

৯ ডিসেম্বর চত্বরটি উদ্বোধন করে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীরা এখানে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও রাজনৈতিক জীবন সম্পর্কে গভীরভাবে জানতে পারবে। তিনি আরও বলেন, প্রবাসে ভিন্ন ভাষার মানুষদেরও দূতাবাসের এই বঙ্গবন্ধু কর্ণার বাংলাদেশের স্থপতি সম্পর্কে জানার গভীর আগ্রহ তৈরি করবে।

এসময় রিয়াদের বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী এবং আওয়ামী লীগের অন্যান্য সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশের প্রথম সংবিধান প্রণয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা ও ক্ষমতা পৃথকীকরণে বঙ্গবন্ধুর অবদান বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরির মূলভিত্তি হিসেবে কাজ করেছে উল্লেখ করে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি বলেন, ‘বাংলাদেশ’ ও ‘বঙ্গবন্ধু’  সমার্থক শব্দ। বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে হবে।

তিনি সবাইকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুটি পাঠের পরামর্শ দেন।

এর আগে দূতাবাসের অডিটোরিয়ামে মুজিববর্ষ উপলক্ষ্যে এক সেমিনার হয়। রাষ্ট্রদূতের সভাপতিত্বে ‘দেশ গঠনে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর’ শিরোনামে মূল প্রবন্ধ পাঠ করেন দূতাবাসের কার্যালয় প্রধান ড. ফরিদউদ্দিন আহমেদ। সেমিনারে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের মিশন উপপ্রধান এসএম আনিসুল হক।

প্যানেল আলোচনায় ছিলেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, মো.আব্দুস সালাম, এমআর মাহবুব, ড. মো. রেজাউল করিম ও এটিএম জিয়া উদ্দীন। সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ