বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি (এমপি) এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার সভাপতি জাফর ইকবাল মুন্না করোনায় আক্রান্ত। তাই তাদের রোগ মুক্তি কামনায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান পৌর কমিটির সভাপতি কামরুল হাসান কাউছারের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) চাঁদপুর শহরের আলিম পাড়াস্থ আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র এড. জিল্লুর রহমান জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন বাবু।
এ সময় উপস্থিত ছিলেন, শহর আওয়ামীলীগ নেতা সাইফুদ্দিন বাবু, সঞ্জীব পোদ্দার, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাখাওয়াত, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস মেরেশেদ জুয়েল, জেলা শ্রমীকলীগ ও সহ সভাপতি আবুল কালাম আজাদ, জেলা তাঁতীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মেজবাউদ্দিন সুমন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান পৌর কমিটির সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান সোহান, ছাত্রলীগ নেতা রাফিন রানা, সুমন কর্মকার, মোঃ আরিফ মিশু চৌধুরী।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, শিক্ষামন্ত্রীর স্বামী বিশিষ্ট আইনজীবি তৌফিক নেওয়াজ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাফর ইকবাল মুন্নার রোগ মুক্তি কামনা দোয়া কামনা করা হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন মাওলানা শরীফ হোসেন।