মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেন, যানবাহনের ভিড় এড়াতে শহরে বাবুরহাট বাজার, ছায়াবানির মোড়, ওয়ারলেস মোড়সহ কযেকটি জায়গাকে চিহ্নিত করে তা রেড জোনের আওতায় আনতে হবে। যেন সেখানে কোন যানবাহন রাখা যাবে না। সেইসব স্থানে যানবাহন রাখলে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। অবৈধ যানবাহন বন্ধ করতে সবাইকে মিলিত হয়ে কাজ করতে হবে। শুধু অবৈধ যানবাহনই নয়, অবৈধ চালকেও আইনের আওতায় আনতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী আব্দুর রহিম বলেন, সংশ্লিষ্ট সকল সংস্থা একসাথে কাজ না করলে যানবাহনের ভিড় এড়ানো সম্ভব নয়। যথাযথ কারনে সড়ক আইনটি প্রয়োগ করা যাচ্ছে না। তবে সম্মিলিতভাবে কাজ করলে অবশ্যই সুফল পাওয়া যাবে।
বিআরটি এর সহকারি পরিচালক মোঃ আনোয়ার হোসেনর পরিলনায় সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার, নিরাপদ সড়ক চাই এর সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান প্রমূখ।