ব্যর্থতার বৃত্তে আটকে আছেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অফ ফর্মে রয়েছেন এই তারকা অলরাউন্ডার। আগের পাঁচ খেলায় যথাক্রমে- ১৫, ১২, ৩, ১১, ১৪ রানে আউট হওয়া সাকিব রোববার ফেরেন মাত্র ৪ রানে।
ছয় ম্যাচে সাকিবের সংগ্রহ ৯.৮৩ গড়ে মাত্র ৫৯ রান। টুর্নামেন্টে বল হাতেও তেমন কোনো নৈপুণ্য দেখাতে পারেননি। ১০৬ রান খরচ করে শিকার করেছেন মাত্র ৩ উইকেট।
সাকিবের ব্যর্থময় আরও একটি ম্যাচে জয় পেল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা। রোববার রাজশাহীর বিপক্ষে ১৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের চার বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে খুলনা দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার জহুরুল ইসলাম অমি। শেষদিকে ১৯ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ২৭ রান করেন ইমরুল কায়েস।
তার আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৫৫ আর নুরুল হাসান সোহানের ২১ বলের অপরাজিত ৩৭ রানে ভর করে ১৪৫ রান করে রাজশাহী। বাজে ফর্মের কারণে এ ম্যাচে সুযোগ পাননি মোহাম্মদ আশরাফুল। আগের পাঁচ ম্যাচে মাত্র ৫৯ রান করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।