শিরোনাম
প্রধান কোচ হওয়ার যোগ্য কেউ বাংলাদেশে নেই: তামিম বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও খালাস পেলেন ফখরুল-খসরু-রিজভী চিনির আমদানি শুল্ক কমানো হলো ৫০ শতাংশ তিন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ডিএনসিসির সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু মুন্সীগঞ্জে ২০ ঘণ্টায় ৩ মরদেহ উদ্ধার শপথ নিলেন ২৩ বিচারপতি ফ্লোরিডায় আঘাত হানতে পারে ‘মিল্টন’ এস আলমের দুই প্রতিষ্ঠানের বিআইএন লক এখনো উদ্ধার হয়নি পুলিশের ১৪৫৯ অস্ত্র টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর বায়ু, পানি ও শব্দদূষণ রোধে একসাথে কাজ করতে হবে : রিজওয়ানা হাসান এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী পদত্যাগ শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানের পথে নৌবাহিনীর ৬৭ সদস্য
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন

চাঁদপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

চাঁদপুর প্রতিনিধি / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন পৌরসভার মেয়র এড. জিল্লুর রহমান জুয়েল।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে চাঁদপুরের বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের আয়োজনে কভিড-১৯ প্রতিরোধে স্বেচ্ছাসেবকদের ভাবনা ও করণীয় শীর্ষক সম্মেলন অনু্ষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাবে অনু্ষ্ঠিত আয়োজনে শহরের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ সহ-আয়োজক হিসেবে অংশগ্রহন করে।

এই আয়োজনের মূল উদ্দেশ্য স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনদের জনবান্ধব শিখন পরিবেশ তৈরিতে স্বেচ্ছাসেবীদের ভাবনার ক্ষেত্র স্পষ্ট করা এবং যুবদের সচেতনতা সৃষ্টি, জ্ঞান বৃদ্ধি, জাতীয় উন্নয়ন সম্পর্কে যুব সমাজের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তুলে ধরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সম্মানিত মেয়র এড. জিল্লুর রহমান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরাণবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ কামরুল হাছান চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এইচ এম সুজাউদ্দৌলা রুবেল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এ এইচ আহসান উল্লাহ, যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ রাকিবুর রহমান।
অনুষ্ঠানে কোভিড-১৯ পরিস্থিতিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানের কার্যক্রমের ভিত্তিতে ৫টি সংগঠন ও প্রতিষ্ঠানকে ৫টি ভিন্ন ক্যাটেগরিতে Symbol of Inspiration Award প্রদান করা হয়। কোভিড-১৯ দূর্যোগে মাঠ পর্যায়ে অগ্রগণ্য ভূমিকা পালন করার জন্য সামাজিক সংগঠন Quick Response During Crisis (QRC) -কে COVID-19 Frontline Volunteer ক্যাটেগরিতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুর রহমান। QRC এর পক্ষে ক্রেস্ট গ্রহন করেন চাঁদপুর পৌরসভার সম্মানিত মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

কোভিড-১৯ এর সূচনালগ্ন হতে সরাসরি ভূমিকা রাখার জন্য COVID-19 Frontline Fighter ক্যাটেগরিতে চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ এ. এইচ. এম সুজাউদ্দৌলা রুবেল, দূর্যোগপূর্ণ এই সময়ে সবুজায়নে ভূমিকা রাখার জন্য Live with Green ক্যাটেগরিতে পুরাণবাজার ডিগ্রী কলেজ, সামাজিক দূরত্বের এই সময়ে অনলাইনে শিক্ষা প্রদানে ভূমিকা রাখার জন্য Digital Education During COVID-19 ক্যাটেগরিতে চাঁদপুর সরকারি কলেজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এছাড়াও করোনা পরিস্থিতিতে রক্তদান কর্মসূচিতে মূখ্য ভূমিকা পালন করার জন্য COVID-19 Blood Heroes ক্যাটেগরিতে প্রভাত সমাজ কল্যাণ সংস্থা-কে  Symbol of Inspiration Award প্রদান করা হয়।

আয়োজনে উপস্থিত সকল অতিথিগণ বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগনের বিভিন্ন কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ ও ভবিষ্যতে তাদের পাশে থাকার জন্য ইচ্ছে পোষণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বদলাও ইয়ূথ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মুক্ত মক্তবের ভূয়সী প্রশংসা করেন ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশাপাশি বয়স্ক শিক্ষা নিয়ে কাজ করার পরামর্শ প্রদান করেন। সম্মেলন আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগীতা করেন চাঁদপু্রের প্রথম অনলাইন ফুড ডেলিভারি সিস্টেম eBites। ঘরে বসে ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে পছন্দের রেস্টুরেন্টের খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মেডিসিন পেতে মূখ্য ভূমিকা পালন করছে এই প্রতিষ্ঠান। এছাড়াও সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিলো RNA Foundation, eDelivery, সময়ের দাবী, ইচ্ছেঘুড়ি, ইয়ূথ ফোরাম, পিস ফর লাভ ডেভেলপমেন্ট সোসাইটি, Le Balleza, Easterndal সহ অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠান।

এসময় উপস্থিত ছিলেন বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুর রহমান, সাধারন সম্পাদক তৌফিক মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক হালিমাতুজ সাদিয়া, অর্থ-সম্পাদক ইসরাত জাহান মিম, রিসান, হিমেল, কবির ভুঁইয়া, রিয়া, নাদিয়া, ইকরা, বর্ষা, নাজিয়া, নাবা, ঐশী, রাহিম, জেসা, রোজা, নাসির, তানভীর, রাফি, ফয়সাল খান, আল আমিন, সুমনা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ