সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার গণভবনে সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে দৃষ্টান্তমূলক অবদানের জন্য সেনাবাহিনী প্রধানকে এ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল আজিজ আহমেদ। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাপ্রধানকে পদকটি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান প্রমুখ।